Hii... সব শেষে আমি, আকাশ.........
গত এক মাস ধরে ভাবছিলাম তোমার জন্মদিনে স্পেশাল কী করতে পারি... আমাদের খুব বেশি memories না থাকায় ব্যাপারটা আরও মুশকিল হয়ে পড়েছিল - আমার usual birthday gifts, like collages and short videos etc সম্ভব ছিল না... সত্যি বলতে তোমায় আমার "usual gifts" দিতেও চাইনি... I wanted to do something unique for you............
দু-তিন সপ্তাহ হল একটা ছোট্ট website-এর কথা ভাবছিলাম... I liked the idea, কিন্তু একটাই সমস্যা... কিসের ওপর বানাই?
অনেক কিছু ভাবলাম, discard করলাম... সত্যি কথা বলতে, দু দিন আগে I actually gave up on this idea... তখনও একটা context finalise করিনি, আর এর আগে কখনও একটাও website publish করিনি....
হ্যাঁ, practice করেছি... কিন্তু publish... Never........
কাল তোমায় যখন চিঠি লিখছিলাম, about optimism, and never giving up, ঠিক তখন মনে হল, maybe I gave up too early again?
তখনই Hogwarts ghosts-এর কথা মনে হল... সেই মুহূর্তে কতখানি excited ফিল হচ্ছিল, কথায় বলে বোঝাতে পারব না!
তবু, একটা ভয় ছিল.... What if I can't finish it? মাত্র এক দিন সময়.... প্রায় 1000 lines of code... শেষমেশ এই সিদ্ধান্তে এলাম - যদি রাত দশটার মধ্যে পুরো শেষ না করতে পারি, তাহলে তোমায় regular-এর মত সাধারণ চিঠি লিখব...
এখন শেষ page লিখছি, ঘড়িতে বাজে 9:44 pm! তাও শুরু করেছিলাম 12টার পর........
I pulled this whole thing off within just 10 hours (including a loooot of distractions, friends esechhilo majhe for a few hours)... সত্যি বলছি, শ্রীময়ী, একটুও exaggerate না করে - আজ এটা শেষ করতে পারলাম thanks to the optimism you instilled.....
With this confession, I present to you my life's first published website.....
Happy Birthday, Sremoyee...
May your 24th year be the best you have ever experienced!